Anwar Hussain

Anwar Hussain

Front-End Web Developer - HTML5, CSS3, JavaScript, React, VueJS, Git

শিলং ভ্রমণ ইতিবৃত্ত – ২

খুব সকালে সবার ঘুম ভাঙ্গানোর দায়িত্ব নিয়ে আগের দিন রাতে ১১/১২ টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের কারণে বিছানায় গা লাগাতেই ঘুম আসতে দেরি হলো না।

সকাল ৬ টায় সবাইকে ডেকে ডুকে টেনে হিঁচড়ে তুললাম আমি। ফ্রেস হয়ে সকাল ৮ টার মধ্যে রুম থেকে বের হয়ে গেলাম বাইরে নাস্তা করবো বলে। কিন্তু বিধিবাম! সকাল ৮ টা বাজে অথচ কোন রেস্টুরেন্ট এখনো খোলা হয়নি। কি খাবো এই ডিসিশনও ঠিক মতো নিতে পারছিলাম না, এতো সকালে আমাদের কারোরই খাবার অভ্যাস নেই। অতঃপর খালি পেটেই রউনা দিলাম পুলিশ বাজার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। যেহেতু এইদিনের ট্যুর প্লান অনুযায়ী সবকটা ডেসটিনেশন শহরের আশেপাশেই তাই প্রথমে আমার ইচ্ছা ছিল লোকাল বাস কোথায় আছে খুঁজে দেখবো এবং সম্ভব হলে সেটা দিয়ে আজকের দিন ঘুরবো। কিন্তু সাইফুল বাধা দিল, সে বলল যে ট্যাক্সি দিয়ে ঘুরলে সময় বাচবে এবং আমাদের বারবার বাসের জন্য আলাদা ভাবে অপেক্ষা করা লাগবে না, আমিও ভেবে দেখলাম তাই ঠিক। এখানের ট্যাক্সি ড্রাইভার গুলো চূড়ান্ত রকমের বজ্জাত। একজন কথা বলার সময় আরেকজন এসে কথা বলা শুরু করে দেয়, আলাদা গিয়ে নিজেরা আলাপ করতে চাইলাম, সেখানে পিছুপিছু চলে আসে। অবশেষে একজনের সাথে কথা বলে ফাইনাল করলাম।

Read Full Post »

শিলং ভ্রমণ ইতিবৃত্ত – ১

আমার জন্ম বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জে। মাঠে ঘাটে খেলতে গেলে বা আনমনা হয়ে নদীর পাড়ে ঘুরার সময় উত্তর দিকে তাকালেই বিশাল পাহাড়ের বেষ্টনী দেখতে পেতাম। এবং মনে মনে ভাবতাম কি আছে ওই পাহাড়ের শেষ প্রান্তে! ছোটবেলায় অনেক রকমের গল্প শুনতাম যেমন এই পাহাড়ের কোন শেষ নাই, যতদূর যাওয়া যায় ততদুর শুধু পাহাড় আর পাহাড়, এর শেষ প্রান্তে রয়েছে জাদুর রাজ্য, কামরুকামাক্কা, যেখানে একবার মানুষ গেলে আর ফেরত আসতে পারে না! পরীরা তাদের বিয়ে করে রেখে দেয়। :p জাদুর রাজ্যের কারণে নয় তবে প্রকৃতির টানে আমার ছোটবেলা থেকেই সেই পাহাড়ের উপড়ে যাওয়ার ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে নিচের দিকে তাকিয়ে আমার জন্মভূমি দেখবো। তাই যখনই সুযোগ হলো দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্রথমেই বেছে নিলাম মেঘালয়। গতবছর সেপ্টেম্বরের ১৫ তারিখে মেঘালয়ের রাজধানী শিলং এবং বৃষ্টির রাজধানী চেরাপুঞ্জি ভ্রমণে গিয়েছিলাম। অনেক দিন থেকেই লিখবো লিখবো করেও লিখা হচ্ছিল না। আগেও এক দুই বার লিখা শুরু করে শেষ করতে পারি নি। তাই এবার খুবই সংক্ষিপ্ত আকারে লিখা শেষ করবো ভেবে লিখতে বসেছি। আমার এ লিখাকে কেও ট্রাভেল গাইড হিসাবে না পড়লেই খুশি হবো। কারণ সচরাচর ট্র্যাভেল গাইডে যে ধরণের তথ্য দেয়া থাকে সেরকম তথ্য নির্ভর পোস্ট লিখতে পারবো না বলে মনে হচ্ছে।

Read Full Post »